Site icon Jamuna Television

ভাতে পিঁপড়া কেন জানতে চাওয়ায় স্বামীকে শ্বাসরোধে হত্যা

রাতের খাবার খেতে বসেছিলেন। খাবারের পাতে পেলেন পিঁপড়া। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সূত্রপাত হয়। একপর্যায়ে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন স্ত্রী। খুনের অভিযোগে ওই নারীকে আটক করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশায়। খবর টাইমস নাউ নিউজের।

জানা গেছে, শ্বশুর শশী ভূষণ বাগের দায়ের করা অভিযোগের পরেই পুলিশ ওই নারীকে আটক করে। নিহত হেমন্ত বাগ (৩৫) ড্রাইভার হিসেবে কাজ করতেন। তিনি তার স্ত্রী সরিতা, তাদের মেয়ে হেমলতা (৭) এবং ছেলে সৌম্য (৪) নিয়ে একসঙ্গে থাকতেন।

এফআইআরে বলা হয়েছে, হেমন্ত রাতের খাবার খেতে বসেছিলেন এবং সরিতা তাকে ভাত বেড়ে দিয়েছিলেন। পরে হেমন্ত ভাতে পিঁপড়া দেখতে পেয়ে এর ব্যাখ্যা চান সরিতার কাছে। এ নিয়ে তখন তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং রাগের মাথায় সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ইউএইচ/

Exit mobile version