Site icon Jamuna Television

ব্যাংক খাতের পরিস্থিতি জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ক‌য়েক‌টি ব্যাংক থেকে ঋণ বিতরণের মাধ্যমে টাকা সরিয়ে নেয়ার আলোচনার প্রেক্ষাপটে ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার কার্যালয়ে রোববার (২৭ নভেম্বর) সচিব সভায় এ নির্দেশনা দি‌য়ে‌ছেন। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জা‌নি‌য়ে‌ছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানিয়েছেন, জঙ্গি বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। এ সময় সাতক্ষীরার শ্যামনগরকে ‘সি’ গ্রেডের পৌরসভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যেসব উন্নয়ন কাজ দ্রুত শেষ করা যাবে, সেক্ষেত্রে দীর্ঘসূত্রিতা না করতে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন বলে এ সময় উল্লেখ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম। আরও জানান, দেশে যেন খাদ্য সংকট না হয়, এজন্য আমদানি ও উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

/এমএন

Exit mobile version