Site icon Jamuna Television

আরপিও সংশোধনের প্রস্তাব এড়িয়ে যাওয়া সংবিধান লঙ্ঘন: ইসি

নির্বাচন কমিশন। ফাইল ছবি।

ইসির চাহিদা অনুযায়ী আরপিও সংশোধনের প্রস্তাব এড়িয়ে যাওয়া সংবিধান লঙ্ঘনের শামিল। এতে কমিশনের স্বাধীনতা ও সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করে নির্বাচন কমিশন।

রোববার (২৭ নভেম্বর) আইন মন্ত্রণালয়ে দেয়া এক চিঠিতে এসব কথা জানিয়েছে ইসি। গেলো ৮ আগস্ট আরপিও সংশোধনের প্রস্তাব পাঠায় ইসি। সাড়ে তিন মাসেও এ নিয়ে কোনো সাড়া দেয়নি মন্ত্রণালয়।

এ নিয়ে আর তাগাদা দিতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তৃতীয়বারের মতো তাগাদা দিয়ে ইসি চিঠি পাঠিয়েছে উল্লেখ করে সিইসি বলেন, সরকারের কোনো পাল্টা যুক্তি থাকলে সেটিও জানতে চায় ইসি।

নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়, সংবিধান অনুযায়ী কমিশনের চাহিদা অনুযায়ী সহায়তা করা নির্বাহী বিভাগের দায়িত্ব।

/এমএন

Exit mobile version