Site icon Jamuna Television

মরক্কোর মুখোমুখি বেলজিয়াম; দেখুন দুই দলের একাদশ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে গ্রুপ এফ’র খেলায় মরক্কোর মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। আল থুমামা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধায় ৭টায় অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এই ম্যাচ। কানাডার বিপক্ষে নিজদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে একমাত্র গোলে জয় তুলে নিয়ে গ্রুপের শীর্ষে আছে শিরোপা প্রত্যাশী বেলজিয়াম। অন্যদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা মরক্কোর অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে।

বেলজিয়াম একাদশ: থিবো কর্তোয়া, ইয়ান ভার্টোঙ্গেন, টোবি অল্ডারওয়াইরেল্ড, থমাস মুনিয়ের, আমাদোও অনানা, এক্সেল উইটসেল, থর্গেন হ্যাজার্ড, টিমোথি কাস্টেইন, এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, মিচি বাতশুয়াই।

মরক্কো একাদশ: বোনো আশরাফ হাকিমি, নায়েফ আগুয়ার্ড, রোমান সাস, নুসায়ের মাজরাউই, সেলিম আমাল্লাহ, সোফিয়েন আমরাবাত, আজেদিন ওউনাহি, হাকিম জিয়েচ, সোফিয়েন বাউফাল, ইউসেফ এন নেসাইরি।

আরও পড়ুন: জাপানের হারে আশা বাড়লো জার্মানির

/এম ই

Exit mobile version