Site icon Jamuna Television

সতীর্থদের নিজের রেস্তোরাঁয় খাওয়ালেন রোনালদো

ছবি: সংগৃহীত

বর্তমানে ক্লাববিহীন হলেও কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে জয় পেয়ে ফুরফুরে মেজাজে আছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। একদিনের ছুটি পেয়ে সতীর্থদের নিজের রেস্তোরাঁয় খাওয়ালেন সিআরসেভেন।

বিশ্বকাপ চলাকালীন সময় পুরো স্কোয়াডকে একদিনের ছুটি দিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। সেই ছুটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন সিআরসেভেনের দল। আল মাহা আইল্যান্ডে টেনিস তারকা রাফায়েল নাদালের সাথে শেয়ারে এই রেস্তোরা কেনেন রোনালদো। বানার্দো সিলভা, হোসে সা এবং হোয়াও ক্যানসেলো ছাড়া সবাই ছিলেন একসাথে। রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত খাওয়া দাওয়া শেষে দলের বাসে করেই হোটেলে ফেরেন সবাই।

ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। সেই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোলও করেন দলের মহাত্রকা ক্রিস্টিয়ানো রোনালদো। দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে রাখতেই সতীর্থদের নিয়ে ডিনারে যান ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার। রেস্তোরাঁয় সকলের একত্রে একটি ছবিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

/এম ই

Exit mobile version