Site icon Jamuna Television

সাবেক এমপি বদির শরীরে মহিষের গুঁতো, অল্পের জন্য প্রাণ রক্ষা (ভিডিও)

অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। লড়াইয়ের সময় দুইটি মহিষের শিং এর আঘাত লাগে বদির শরীরে। তাতে তিনি মাঠিতে শুয়ে পড়েন। আর মহিষ দুইটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়।

রোববার (২৭ নভেম্বর) টেকনাফ বিচ পয়েন্টে সৈকতের বালিয়াড়িতে শখ করে মহিষের লড়াই আয়োজন করেন সাবেক এই সংসদ সদস্য। তাতে এ ঘটনা ঘটে। তবে কোনো ধরনের আহত হননি আব্দুর রহমান বদি। জানা গেছে, পুরোপুরি অক্ষত রয়েছেন আলোচিত এ সাবেক সংসদ সদস্য।

আব্দুর রহমান বদি বলেছেন, মানুষের দোয়া ও আল্লাহর রহমতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।

ভিডিওটি দেখুন এই লিংকে: https://bit.ly/3F3D79A

/এমএন

Exit mobile version