Site icon Jamuna Television

লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত: হ্যাভার্টজ

ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে, তবে জার্মানরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কাই হ্যাভার্টজ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক ছোট দল জাপানের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণ অনেক কঠিন হয়ে গেছে জার্মানির জন্য। হিসেবে আছে যদি, কিন্তু তবে। কোস্টারিকার কাছে জাপান ১-০ গোলে হারার পর নক আউট পর্বের স্বপ্ন আবার জেগে উঠেছে।

বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। হ্যাভার্টজ বলেছেন, স্পেনের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং কিন্তু আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।

এর আগে, জাপানের সাথে দলের অন্যতম সেরা খেলোয়াড় সানে অসুস্থতার জন্য খেলতে পারেননি। তবে স্পেন ম্যাচের আগে তিনি দলের সাথে পুরো প্র্যাক্টিস করেছেন। যদিও তার পায়ে ব্যান্ডেজ ছিল তবুও আশা করা হচ্ছে বাঁচা মরার এই ম্যাচে মাঠে নামবেন তিনি। জার্মান শিবিরে সানের ফেরার খবর অন্যতম বাড়তি শক্তি যোগাবে।

/এনএএস

Exit mobile version