Site icon Jamuna Television

আবারও ব্রাজিল দলে ইনজুরির হানা

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের পরপরই জানা যায় নেইমার খেলছেন না গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ। সাথে ছিল দানিলোর ইনজুরিও। এরপর শুক্রবার (২৫ নভেম্বর) অনুশীলনে অসুস্থতার জন্য যোগ দেননি অ্যান্টোনি, অ্যালিসন আর লুকাস পাকেতা। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে, নেইমার-দানিলোর পর রোববার অনুশীলনে পাকেতাকেও পায়নি সেলেসাওরা।

এর আগে, শুক্র ও শনিবার অসুস্থতার জন্য দলের সাথে অনুশীলন না করলেও রোববার ট্রেনিং গ্রাউন্ডে ফিরেছেন অ্যান্টোনি ও অ্যালিসন। তবে মাঝমাঠে পাকেতার না খেলার কথা অনেকটাই জোর দিয়ে বলছে রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যম।

সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারের বদলি হিসেবে শুরুর একাদশে ঢুকতে পারেন মার্টিনেল্লি অথবা জেসুস। তিতের হাতে রয়েছেন পেদ্রোও। আর দানিলোর জায়গায় রাইট ব্যাক হিসেবে দলে আছেন কেবল দানি আলভেজ। কিন্তু ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে খেলাবেন নাকি সেন্টার ব্যাক মিলিতাওকে নামাবেন তা এখন নির্ভর করছে তিতের উপর।

তবে পাকেতার জায়গায় কাকে খেলাবেন তা নিয়ে এখনও কিছু জানাননি তিতে। ফরোয়ার্ড লাইন থেকে নেমে পাকেতার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যেতে পারে রদ্রিগোকে।

আরও পড়ুন: গোল করে এবং করিয়ে মেসি দেখালেন ‘আমি এখানে’

Exit mobile version