Site icon Jamuna Television

পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ালো ক্রোয়েশিয়া

ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতেই গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে চমকে দিয়ে কানাডাকে এগিয়ে নেন ডিফেন্ডার আলফানসো ডেভিস। ১ মিনিট ১৭ সেকেন্ডেই গোল করে কাতার বিশ্বকাপের দ্রুততম গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি। পিছিয়ে পড়েই মুহুর্মুহু আক্রমণ চালায় ক্রোয়েশিয়া, ফলাফল পেতেও দেরি হয়নি ক্রোয়াটদের। প্রথমার্ধেই ক্রামারিচ ও লিভাজার গোলে ২-১ গোলে এগিয়ে ক্রোয়েশিয়া।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া ও আলফানসো ডেভিসের কানাডা। ম্যাচের প্রথম মিনিটেই ক্রোয়েশিয়াকে গুছিয়ে উঠার আগেই কানাডাকে এগিয়ে নেন বায়ার্ন মিউনিখ তারকা ডিফেন্ডার ডেভিস।

গোল খেয়ে আক্রমণ বাড়িয়ে কানাডার উপর চাপ সৃষ্টি করে ক্রোয়েশিয়া। ম্যাচের ৩৬ মিনিটে ইভান পেরিসিচের বাড়ানো বলে জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড ক্রামারিচ। গোল পেয়ে কানাডাকে চেপে ধরে ক্রোয়েশিয়া। প্রথম গোলের পর ৮ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করেন লিভাজার। জুরানোভিচের এসিস্টে দলকে লিড এনে দেন এই ক্রোয়েশিয়ান স্ট্রাইকার।

প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েটরা।

/আরআইএম

Exit mobile version