Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে আটকালো বিদ্যুতের খুঁটিতে

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ছোট্ট একটি বিমান। ক্রাশ ল্যান্ডিংয়ের আগে বিদ্যুতের খুঁটিতে আটকে যাওয়ায় প্রাণে বাঁচলেন ২ পাইলট। খবর রয়টার্সের।

রোববার (২৭ নভেম্বর) বিরল এ ঘটনার সাক্ষীর হলো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডবাসী। জাতীয় পরিবহন সংস্থা’র তথ্য অনুসারে, ওয়েস্ট চেস্টার এলাকা থেকে মন্টগোমারির দিকে যাচ্ছিলো মুনে- M2OJ বিমানটি। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা নাগাদ পরে বৈরী আবহাওয়ার কবলে। ছোট্ট বিমানটির নিয়ন্ত্রণ হারায় দুই পাইলট। এক পর্যায়ে বিধ্বস্ত হতে থাকলেও, মন্টগোমারি গ্রামের এক বিদ্যুতের খুঁটিতে আটকে যায়। মাটি থেকে যা প্রায় ১০০ ফুট ওপরে। ফায়ার ব্রিগেডের সহযোগিতায় উদ্ধার পান পাইলটরা; বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, দুর্ঘটনার পরপরই বিদ্যুৎহীন হয়ে পরে ৯০ হাজারের মতো গ্রাহক। বন্ধ হয়ে গেছে ট্র্যাফিক লাইটও। ধীরে হলেও ফেরানো হচ্ছে সংযোগ।

এটিএম/

Exit mobile version