Site icon Jamuna Television

পাবনায় সম্পত্তির লোভে বাবাকে ‘পাগল’ দেখিয়ে হাসপাতালে ভর্তি

পাবনা প্রতিনিধি:

সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে পাগল আখ্যা দিয়ে হাসপাতালে ভর্তির অভিযোগ উঠেছে পাবনায়। এমনকি বাবার প্রতি ভাইদের এমন অবিচারের প্রতিবাদ করতে গেলে হুমকি দেয়া হয় বলে দাবি করেছেন বোন। অমানবিক এমন আচরণে ক্ষুদ্ধ স্থানীয়রাও। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

পাবনা সদরের সালাইগ্রামের বাসিন্দা আজিজ শেখ। কিছুদিন আগেই তিনি ছিলেন দিব্যি সুস্থ একজন মানুষ। ছেলেদের দাবি, হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে গেছেন বাবা। তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অসহায় বাবা বলছেন, সম্পত্তি লিখে না দেয়ায় সবই ছেলেদের কারসাজি।

ষাটোর্ধ আজিজ। ভর্তি আছেন মানসিক হাসপাতালে। কাটছে একাকী-অসহায় জীবন। একই কথা বলছেন, স্বজন আর প্রতিবেশীরাও। তাদের দাবি মানসিক ভারসাম্যহীন নন আজিজ। দুই ছেলের ষড়যন্ত্রের শিকার তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে আজিজ শেখের ছেলে।

স্থানীয় চেয়ারম্যান জানালেন-ঘটনাটি দুঃখজনক। খতিয়ে দেখার আশ্বাস দিলেন তিনি।

এটিএম/

Exit mobile version