Site icon Jamuna Television

আশুগঞ্জে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌযান শ্রমিকরা।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশের সাথে একযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতির কারণে আশুগঞ্জ ফেরিঘাট জাহাজ থেকে পণ্য উঠা নামা বন্ধ রয়েছে। পাশাপাশি আশুগঞ্জ থেকে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। যার কারণে বিপাকে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি সরকারের সংশ্লিষ্ট দফতরে উত্থাপন হওয়ার পর মালিক-সরকার-শ্রমিকদের ত্রিপক্ষীয় একটি সভা গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত হলেও পরবর্তীতে আর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের নৌ-শ্রমিকদের জীবনধারণ কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু মজুরি কাঠামোর বিষয়টা সরকার ও সংশ্লিষ্টদের কারও বিবেচনায় নেই। তাই কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের ১০ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে।

ইউএইচ/

Exit mobile version