Site icon Jamuna Television

ফেসবু‌কে প্রধানমন্ত্রী‌কে কটূক্তি, যুবক গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি:

সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে প্রধানমন্ত্রীকে নি‌য়ে কটূক্তির অভিযো‌গে এস এম রাব্বি (২২) নামে এক যুবককে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাতে ফরিদপুর সদর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দারাপেরডাঙ্গি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, এক‌টি অনলাইন নিউজ পোর্টালে ‘আজ বন্যাকব‌লিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ এমন সংবাদের লিংকের পো‌স্টে এস এম রা‌ব্বি তার ফেজবুক আইডি থে‌কে ২১ জুন রা‌তে প্রধানমন্ত্রী‌কে নি‌য়ে কটূক্তিমূ‌লক ক‌মেন্টস ক‌রে। ওই ক‌মেন্টস‌টি তাৎক্ষণিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দে‌খে। এ‌তে মানুষের মা‌ঝে প্রতিক্রিয়া ও বিদ্বেষ সৃষ্টি হয়। ফলে থানা এলাকা‌য় বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার উপক্রম ঘটে। এ সময় সাধারণ মানুষ ক্ষোভ, প্রতিক্রিয়া এবং ক‌মে‌ন্টসের স্ক্রিন শট প্রদর্শনের পাশাপাশি ফেজবুক আইডির ছ‌বি দে‌খে যুবক‌কে শনাক্ত ক‌রে স্থানীয়রা।

পরবর্তী‌তে ২৭ জুন পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯/৩১(২) ধারায় উল্লিখিত যুবকের নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে। ২৭ নভেম্বর রা‌তে আধুনিক প্রযুক্তি ব্যবহার ক‌রে ফর‌দিপুর থে‌কে ওই যুব‌কে গ্রেফতার ক‌রে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version