Site icon Jamuna Television

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে ড্রেনম্যান ইউনুস আলী সরকার হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার সিরাজ প্রধানের ছেলে মদন প্রধান, বাচ্চা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন এবং আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ার হোসেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, নিহত ইউনুস আলী গভীর নলকূপের ড্রেনম্যান হিসেবে কাজ করতেন। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তিনি কাজে যান। সেই রাতে আসামিরা ইউনুসকে হত্যা করে পাশের একটি বাঁশ ঝাড়ের মধ্যে তার লাশ ফেলে পালিয়ে যায়। পরেরদিন সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় নিহতের ছোটভাই আলম হোসেন সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

এএআর/

Exit mobile version