Site icon Jamuna Television

মেসি আর্জেন্টিনার না, ক্রিস্টিয়ানোও পর্তুগালের না: মারকিনিয়োস

ছবি: সংগৃহীত

মেসি আর্জেন্টিনার নন, রোনালদোও পর্তুগালের নন বলে মন্তব্য করলেন, ব্রাজিলের ডিফেন্ডার মারকিনিয়োস। পিএসজি ডিফেন্ডারের মতে, এই দুই জন দেশের সীমার ঊর্ধ্বে। তারা সারা বিশ্বেরই সম্পদ। খবর মার্কার।

সংবাদ সম্মেলনে এসে মারকিনিয়োস মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো বিষয়ক প্রশ্নের। সেখানের ব্রাজিলের এই ডিফেন্ডার বলেন, তারা ফুটবলের জন্যই বড় সম্পদ। যারা খেলাটাকে ভালোবাসে, এর বিভিন্ন টুর্নামেন্ট, প্রতিযোগিতা পছন্দ করেন; তাদের জন্য এই দুইজন বড় আশীর্বাদ। তারা শুধুই তাদের দেশের নন। ভবিষ্যৎ প্রজন্মে অনেক খেলোয়াড়ই আসবেন, কিন্তু মেসি-রোনালদো আর আসবেন না। তাই তাদের খেলা যত বেশি সম্ভব উপভোগ করতে বললেন তিনি।

মারকিনিয়োস আরও বলেন, মেসি-রোনালদোর উপস্থিতি, তাদের খেলতে দেখা আমরা সবাই উপভোগ করি। আমিউ মেসির সঙ্গে খেলেছি। নেইমারের সাথেও। তাদের সাথে খেলে উপকৃতই হয়েছি। বলতে পারি, জীবন বয়ে যাবে। খেলোয়াড় ও দর্শকের অন্যান্য জেনারেশন আসবে। আমাদের উচিত যতটা পারা যায়, মেসি-রোনালদোর খেলা উপভোগ করা।

আরও পড়ুন: মেসিকে হুমকি দিলেন মেক্সিকান বক্সার

/এম ই

Exit mobile version