Site icon Jamuna Television

যুবদল নেতা বাবলু হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৫ জনকে যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলু হত্যা মামলায় ২ জনের ফাঁসি এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ৪ জন খালাস পেয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মীর এনাম আলী বাচ্চু ও সানোয়ার হোসেন জ‌কি। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াকুব, রশিদ, শাহীন, ফরহাদ ও রানা। এছাড়া খায়রুল, উজ্জ্বল, আরিফ ও আরিফ কুলি এ মামলায় খালাস পেয়েছেন।

জানা গেছে, ২০১২ সালের ২৩ আগস্ট রাতে বাড়ি ফেরার সময় শহরের বিনোদপুর এলাকায় রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম বাবলুকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের ভাই শ‌হিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। পরে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় প্রদান ক‌রা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের পি‌পি উজির আলী বলেন, এ রা‌য় আগামী দিনে আসামিদের অপরাধ প্রবণতা থেকে বিরত রাখবে।

এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন হায়দায় বলেন, রায়ের সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।

এএআর/

Exit mobile version