Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপ: দেখে নিন দক্ষিণ কোরিয়া ও ঘানার স্কোয়াড

কাতারে চলমান ফিফা ফুটবল বিশ্বকাপে আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ঘানা-দক্ষিণ কোরিয়া। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

‘এইচ’ গ্রপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করা দক্ষিণ কোরিয়ার সামনে এবার ঘানা। আফ্রিকার দলটি আসর শুরু করেছে পর্তুগালের বিপক্ষে ৩-২ গোলে হেরে। দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছে এ পর্যন্ত সাত বার। সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। যারমধ্যে চারটি ম্যাচ জিতেছে ঘানা আর দক্ষিণ কোরিয়া তিনটি। সবশেষ পাঁচ ম্যাচে দক্ষিন কোরিয়া জিতেছে তিনটি এবং ঘানা জিতেছে দুইটি। বিশ্বকাপে এর আগে কখনও একে অন্যের বিপক্ষে খেলেনি এ দুই দল।

দক্ষিণ কোরিয়া স্কোয়াড: কিম সেউং গিয়ু (গোলরক্ষক), কিম মুন হুয়ান, কিম মিন ইয়ে, কিম ইয়ান গিয়ন, কিম জিন সু, জুং ও ইয়াং, কিয়ন চান হুন, জিয়ন ও ইয়ং, হুয়াং ইন বিয়ম, সন হিউং মিন ও চো গে সুং।

ঘানা একাদশ: আতি জিগি, ল্যাম্পতে, আমারতে, সালিসু, মেনসাহ, পারতে, আবদুল সামাদ, কুদুস, এ আওয়ে, জে আওয়ে ও উইলিয়ামস।

/এসএইচ

Exit mobile version