Site icon Jamuna Television

নৌ ধর্মঘট প্রত্যাহার

শ্রম মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। সোমবার (২৮ নভেম্বর) বিকেলে শ্রম ভবনে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বসেন মুন্নুজান সুফিয়ান। শ্রমিকদের সাথে আলোচনা করেন দাবি দাওয়া নিয়ে।

পরে সিদ্ধান্ত হয় গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ১ হাজার টন ধারণ ক্ষমতার কম বাহনের শ্রমিকরা মজুরি পাবেন ১ হাজার ২শ টাকা, ১ হাজার টনের বেশি লঞ্চের শ্রমিকরা পাবেন ১ হাজার ৫০০ টাকা করে।

শ্রম প্রতিমন্ত্রী জানান, মজুরি নির্ধারণের জন্য ১ মাসের মধ্যে একটি কমিটি করা হচ্ছে।

নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা এবং কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত শনিবার দিবাগত রাত থেকে সারাদেশে কর্মবিরতি পালন করেছেন নৌযান শ্রমিকরা। কর্মবিরতির কারণে সোমবার বিকেল পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

/এমএন

Exit mobile version