Site icon Jamuna Television

অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব

সব প্রস্তুতি সম্পন্ন করে অক্টোবরের শেষে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহম্মেদ। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সভা শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

এ সময় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসি সচিব বলেন, বরিশালে ১০টি কেন্দ্রে, রাজশাহী ও সিলেটে ২টি করে কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, কক্সবাজার পৌরসভা নির্বাচনেও ৩টি ইভিএম ব্যবহার করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন হেলালুদ্দিন আহম্মেদ।

যমুনা অনলাইন: এফএম/টিএফ

Exit mobile version