Site icon Jamuna Television

দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় ব্রাজিল

সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ষোলোয় জায়গা করে নিলো এবারের আসরের অন্যতম ফেবারিট ব্রাজিল। ১৯৯৮ সালের পর বিশ্বকাপের গ্রুপপর্বে এটি ব্রাজিলের ১৭তম জয়। সেবার নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো ব্রাজিল; এরপর এ পর্যন্ত আর গ্রুপ পর্বে কখনও হারের মুখ দেখেনি সেলেসাওরা।

সোমবার (২৮ নভেম্বর) ক্যাসেমিরোর দেয়া একমাত্র গোলে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এরমাধ্যমে, এক ম্যাচ হাতে রেখেই ফ্রান্সের পর এবারের বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলো তিতের দল।

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি শুধু হাতে রয়েছে তিতের দলের। গ্রুপ সেরা হতে সেই ম্যাচে এক পয়েন্ট পেলেই হবে ব্রাজিলের।

/এসএইচ

Exit mobile version