Site icon Jamuna Television

গ্যারেথ বেলদের সামনে কঠিন সমীকরণ

কাতার ফুটবল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে লড়বে ইংল্যান্ড ও ওয়েলস। আহমেদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে শুরু হয়েছিল ওয়েলসের বিশ্বকাপ পথচলা। পরের ম্যাচে তারা হেরে বসে ইরানের কাছে। টিকে থাকার লড়াইয়ে কঠিন সমীকরণে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে তারা।

অন্যদিকে ইরানকে ৬-২ গোলে উড়িয়ে দেয়া ইংল্যান্ড গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ওয়েলসের সঙ্গে ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যাবে ইংলিশরা।

এদিকে, ওয়েলসকে অবশ্যই ইংলিশদের হারাতে হবে শেষ ষোলোয় খেলতে হলে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের ম্যাচটি যেনো ড্র হয় সেই কামনা করতে হবে। আবার অন্য ম্যাচে কেউ জিতলে তখন ইংল্যান্ডকে অন্তত ৪ গোলে হারাতে হবে গেরেথ বেলদের।

উল্লেখ্য, মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ৬৮ বার জিতেছে ইংল্যান্ড। ওয়েলসের জয় ১৪টিতে। ২১ ম্যাচ হয়েছে ড্র। দুই দলের সবশেষ দেখা হয় দু’বছর আগে। ২০২০ সালের অক্টোবরে ওই প্রীতি ম্যাচে ৩-০ গোলে জেতে ইংল্যান্ড।

ইউএইচ/

Exit mobile version