Site icon Jamuna Television

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে আছে, থাকবে: ক্রেমলিন

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র রাশিয়ার নিয়ন্ত্রণে আছে এবং থাকবে। সোমবার (২৮ নভেম্বর) বিবৃতিতে এমন দাবি করেছে ক্রেমলিন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রুশ বাহিনী জাপোরিঝিয়া ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ইউক্রেনের এমন দাবির জবাব দিল দেশটি। রোববার প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির উপদেষ্টা বলেন, আবারও পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে কিয়েভ। রুশ বাহিনী যে অঞ্চলটি ছাড়বে কোনো সন্দেহ নেই তাতে।

একই সুর তোলেন ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু শক্তি কোম্পানির প্রধান। তিনি বলেন, পুতিন বাহিনী যে জাপোরিঝিয়া ছাড়তে যাচ্ছে, তার বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে এসব দাবি উড়িয়ে দেয় রাশিয়া।

গত মার্চে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। তখন থেকেই একে অপরের প্রতি জাপোরিঝিয়ায় গোলাবর্ষণের অভিযোগ করে আসছে মস্কো-কিয়েভ।

ইউএইচ/

Exit mobile version