Site icon Jamuna Television

জলবায়ু সম্মেলনে ২৯.৯ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৭ থেকে দুইটি খাতে বাংলাদেশ ২৯ দশমিক ৯ মিলিয়ন ডলার সহায়তায় প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কপ-২৭ এ বাংলাদেশের প্রস্তাব ও প্রাপ্তি নিয়ে সংবাদ সম্মলেন এ তথ্য জানিয়েছেন তিনি। বলেন, অর্থায়নে গুরুত্ব প্রদান করে সম্মেলনে বাংলাদেশ জাতীয় অভিযোজন পরিকল্পনা উপস্থাপন করেছে।

এ সময় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন, দেশে কার্বন নিঃসরণের হার খুবই কম। এরপরও যা আছে, তার থেকে ২০ ভাগ কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শিল্পের স্বার্থেই করা হচ্ছে।

পরিবেশ ও বায়ু দুষন রোধে মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরে মো. শাহাব উদ্দিন বলেন, বিভিন্নভাবে অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

/এমএন

Exit mobile version