Site icon Jamuna Television

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফেরার গুঞ্জন বেনজেমার!

ছবি: সংগৃহীত

দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সর্বশেষ ব্যালন-ডি অর জেতার পর মুখিয়ে ছিলেন বিশ্বকাপের জন্য। কিন্তু কাতার গিয়েও ইনজুরি ফাঁদে পড়ে দেশে ফিরে আসতে হয় ফরাসি তারকা করিম বেনজেমাকে। কোনো ম্যাচ না খেলেই ফেরার আক্ষেপ যখন বেনজেমার সাথে ভক্তদেরও পোড়াচ্ছিল তখন সুখবর দিলো ফ্রান্সের একটি মিডিয়া।

আরএমসি স্পোর্টস নামে ওই মিডিয়া জানিয়েছে, বেনজেমা ইনজুরি কাটিয়ে সেরে উঠেছেন। কাতারে দলের সাথে যোগ দেয়ার সম্ভবনা এখনো রয়েছে। যদিও বেনেজমা নিজেও এখনো এ বিষয়ে কিছু জানাননি।

এদিকে, চোট নিয়ে দেশে ফিরলেও বিশ্বকাপের স্কোয়াড থেকে বেনজেমার নাম বাদ দেয়নি ফ্রান্স। আরএমসি স্পোর্ট দাবি করেছে, বেনজেমা পুরোপুরি সুস্থ হলে ফ্রান্সের জাতীয় দলে ফিরতে পারবেন।

কাতার বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে ফ্রান্স জাতীয় দলের সাথে অনুশীলনের সময় বেনজেমা অসুস্থতা বোধ করেন। মেডিকেল পরীক্ষায় বাম উরুর আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়। তবে তিনি তার আগেই সুস্থ বোধ করছেন।

এএআর/

Exit mobile version