Site icon Jamuna Television

সাতক্ষীরায় দুধে ক্ষতিকর রাসায়নিক, ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি:

ভেজাল দুধ ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যসহ অজিদ ঘোষ নামে সাতক্ষীরায় এক দুগ্ধ ব্যবসায়ীকে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে সদরের ঘোনা ইউনিয়নের সনকা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত অজিদ ঘোষ ওই গ্রামের মৃত ভদ্র ঘোষের ছেলে।

জানা গেছে, অজিদ ঘোষ দীর্ঘদিন ধরে ভেজাল দুধ প্রস্তুত ও বাজারজাত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে এই ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় তার বাড়ি থেকে ৫০ কৌটা ডেনিস কনডেন্স মিল্ক, ৪০ কেজি হাইড্রোজেন-পার-অক্সাইড এবং দুধের ক্রিম উঠানো মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত দ্রব্যগুলো ধ্বংস করা হয় এবং তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, অজিদ ঘোষ দীর্ঘদিন ধরে কথিত দুধ প্রস্তুত করে বিভিন্ন মিষ্টির দোকান ও চিলিং পয়েন্টে বিক্রি করে আসছিল। তার বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ প্রস্তুত করার বিভিন্ন দ্রব্য ও মেশিন জব্দ করে তাকে জরিমানা করা হয়েছে।

এএআর/

Exit mobile version