Site icon Jamuna Television

রংধনু পতাকা ও বার্তা নিয়ে মাঠে দর্শকের অনুপ্রবেশ

ছবি: সংগৃহীত

পর্তুগাল-উরুগুয়ের ম্যাচ চলার সময় রংধনু পতাকা হাতে নিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। ফলে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় ম্যাচটি। খবর সিএনএনের।

নীল রংয়ের সুপারম্যান টি-শার্ট পরা ছিলেন মাঠে অনুপ্রেবেশকারী সেই দর্শক। তার টি-শার্টের সামনে ‘সেভ ইউক্রেন’ ও পেছনে লেখা ছিল ‘রেসপেক্ট ফর ইরানিয়ান ওম্যান’। নিজের মতামত প্রকাশের পর দ্রুত সেই দর্শককে মাঠ থেকে তুলে নেন নিরাপত্তাকর্মীরা। তবে রংধনু পতাকাটি মাঠেই ফেলে যান দর্শক। সেটা হাতে তুলে মাঠের বাইরে রাখেন ইরানি রেফারি আলিরেজা ফাগানি। পরে আবারও চালু হয় খেলা।

মূলত, রংধনুকে সমকামিতার প্রতীক হিসেবে ধরা হয়। তবে শুধু সমকামিতা নয়, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে বাঁচানো ও ইরানি নারীদের প্রতি শ্রদ্ধার আহ্বান জানান সেই দর্শক।

আরও পড়ুন: মেসিকে রক্ষা করবেন টাইসন

/এম ই

Exit mobile version