Site icon Jamuna Television

স্বেচ্ছাশ্রমে ১০ কিলোমিটার নদী পরিষ্কার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

স্বাভাবিক পানি প্রবাহ ফেরাতে নওগাঁয় স্বেচ্ছা শ্রমে তুলশীগঙ্গা নদী পরিষ্কারে নেমেছে স্থানীয়রা। গতকাল সকালে (৯ জুলাই) নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে অভিযান শুরু করা হয়। নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানূর রহমান এই কর্মসূচীর উদ্বোধন করেন। চলবে তিনদিন ধরে এই পরিষ্কার কার্যক্রম।

স্থানীয়রা জানান, তুলশীগঙ্গা নদীতে দীর্ঘদিন ধরে কচুড়িপানা জমাট বেঁধে থাকায়, নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ে। কচুড়িপানাগুলো অপসারণে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছানুল আল মামুনের উদ্যোগে স্থানীয় কয়েক’শ বাসিন্দা একত্রিত হয়ে স্বেচ্ছা শ্রমে আগ্রহী হোন।

টানা তিন দিন স্বেচ্ছাশ্রম দিয়ে তারা প্রায় ১০ কিলোমিটার নদী পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জানায় তারা।

কর্মসূচী উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসতানজিদা পারভীন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছানুল আল মামুন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক শফিক ছোটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে নদী পরিষ্কারের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় সর্বস্তরের মানুষ।

Exit mobile version