Site icon Jamuna Television

বাংলাদেশে ঘানার প্রথম অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হলেন ইব্রাহিম দাউদ মামুন (ইমরান)

ঘানার বাংলাদেশি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন ইব্রাহিম দাউদ মামুন (ইমরান)। সোমবার (২৮ নভেম্বর) তাকে নিযুক্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান এম আমানুল হক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই নিয়োগ চূড়ান্ত করেন।

ঘানায় প্রথমবারের মতো বাংলাদেশি কনসাল নিযুক্ত হওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইব্রাহিম দাউদ মামুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি পেশায় একজন খ্যাতিমান ব্যবসায়ী ও শিল্পপতি এবং বিলাল ট্রেডিং লিমিটেডের পরিচালক এবং একইসাথে কাই বাংলাদেশ অ্যালুমিনিয়াম, এ্যালটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ, স্টিলটেক ইন্ডাস্ট্রিজ, পেপারটেক ইন্ডাস্ট্রিজ, গারদা শিল্ড সিকিউরিটি সার্ভিস এবং প্রিন্স ইলেক্ট্রিশিয়াল, প্যারাগন এক্সপোর্ট লিমিটেড, কাইরোজ ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র চেয়ারম্যান। এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সদস্য।

এটিএম/

Exit mobile version