Site icon Jamuna Television

ট্রাম্পকে হাসান রুহানির হুঁশিয়ারি

ঐতিহাসিক পরমাণু চুক্তি লঙ্ঘন করা হলে সেটি হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’র শামিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

শনিবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এক ভাষণে এ মন্তব্য করেন তিনি। রুহানি জানান,  ইরান ততক্ষণ চুক্তি মেনে চলবে  যতক্ষণ বিপরীত পক্ষগুলো চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আর চুক্তির একটি শর্তও উপেক্ষিত হলে ইরানও সে পথে হাঁটবে। পার্লামেন্ট ভবনে উপস্থিত শতাধিক দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে রুহানি বলেন, ‘ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে চায় তেহরান। ইরান পরমাণু চুক্তির শর্তলঙ্ঘন করবে না। তবে সেটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাধা হয়ে দাঁড়ালে তাও মেনে নেবে না। নিষেধাজ্ঞা আরোপ বা হুমকির পাল্টা জবাব দিতে জানি আমরা। একটি শর্তভঙ্গ হলেও  সারা বিশ্ব দেখবে তেহরান কতোটা বেপরোয়া হতে পারে। পরমাণু চুক্তিতে ফাটল ধরানোর চেষ্টা হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল’।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ৬ পরাশক্তিধর দেশের সাথে পরমাণু কর্মসূচি ইস্যুতে চুক্তিবদ্ধ হয় ইরান।

Exit mobile version