Site icon Jamuna Television

পুলিসিচের গোলে প্রথমার্ধে এগিয়ে যুক্তরাষ্ট্র

ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে ১-০ ব্যবধানে এখন এগিয়ে যুক্তরাষ্ট্র। বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলেরই। যারা জিতবে তারাই যাবে রাউন্ড অব সিক্সটিনে। দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। বেশ পরিকল্পিতভাবেই আক্রমণ চালাচ্ছিলেন পুলিসিচ-রবিনসনরা। কিন্তু, এ সময় আক্রমণগুলো ব্যর্থ হচ্ছিলো শুধুমাত্র একটি পারফেক্ট টাচের অভাবে।

ম্যাচের ২১ মিনিটে গোল দেয়ার দারুণ একটি সুযোগ হারায় ইরান। একদম ফাঁকা জায়গায় সতীর্থ আজমাউনের উদ্দেশে বল বাড়িয়ে দেন ইরানের তারেমি; কিন্তু, ইয়াংকি ডিফেন্ডার টিম রিমের দক্ষতায় সে দফা রক্ষা পায় যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। গোলমুখে শটও বেশি ছিল তাদের।

ম্যাচের ৩৮ মিনিটে নেয়া কর্নার থেকে পাওয়া বলে দেয়া ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। আর, ম্যাচের ৫২ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় টিম উইয়াহর গোল।

/এসএইচ

Exit mobile version