Site icon Jamuna Television

পল্টনে সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা করতে চাইছে: তথ্যমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে পল্টনে সমাবেশের নামে বিএনপি বিশৃঙ্খলা করতে চাইছে। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে ডেল্টা প্ল্যান ও সমৃদ্ধির সোপান নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি পল্টনে সমাবেশের নামে বাড়াবাড়ি করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সমাবেশ খোলা মাঠে করা হয়। সারাদেশে বিএনপি খোলা মাঠেই সমাবেশ করেছে। তারা এখন কেন পল্টনে জমায়েতের গো ধরেছে সে প্রশ্ন করেন তথ্যমন্ত্রী। সরকার তাদের সমাবেশ ভালোভাবে আয়োজনে সহায়তা করছে বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বিশৃঙ্খলা করতে চায় বলেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় না। বিএনপি পল্টনে সমাবেশ করার জেদ ধরলে সরকারও ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওয়ার্ডে- ওয়ার্ডে জনগণকে সাথে নিয়ে যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধ করবে।

ইউএইচ/

Exit mobile version