Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় করোনা বিধিমালা লঙ্ঘনের ৩৩ হাজার ব্যক্তির জরিমানা বাতিল

অস্ট্রেলিয়ায় করোনা বিধিমালা ভঙ্গের দায়ে প্রশাসনের করা ৩৩ হাজার জনের জরিমানা প্রত্যাহার করবে নিউ সাউথ ওয়েলস রাজ্য। বুধবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের নির্দেশে নেয়া হলো এ সিদ্ধান্ত। খবর ডয়েচে ভেলের।

প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিলো একটি আইনি উপদেষ্টা গ্রুপ। তাদের অভিযোগ, মহামারি চলাকালে করা এসব জরিমানার কারণ খুবই অস্পষ্ট। কেননা সমুদ্র সৈকতে হাঁটা, গাড়িতে ধাক্কা দেয়ার মতো অভিযোগও লিপিবদ্ধ করা হয়েছে। যা অনেকাংশেই করোনা বিধিমালার সাথে মানানসই নয়। এসব অপরাধের জন্য এক থেকে ৩ হাজার ডলার অর্থদণ্ড করা হয়েছিলো। আদালতে ৬২ হাজার ১৩৮টি মামলা তুলে ধরেন আইনজীবীরা। যুক্তিতর্কের পর ধোপে টেকে ৩৩ হাজারের মতো জরিমানার ঘটনা।

প্রশাসনিক কর্মকর্তারা সাফাই দেন, স্বাস্থ্য এবং জনসুরক্ষা বিবেচনায় নেয়া হয়েছিলো এ উদ্যোগ। দাবি করেন, আদালতের নির্দেশে জরিমানা বাতিল করা হলেও কিছু ক্ষেত্রে অপরাধ সংগঠিত হয়েছিলো। করোনার তৃতীয় ঢেউয়ের মুখোমুখি নিউ সাউথ ওয়েলস। চলতি সপ্তাহে শনাক্ত হয়েছে ৩১ হাজারের মতো সংক্রমণ।

এটিএম/

Exit mobile version