Site icon Jamuna Television

গুরুতর অসুস্থ বেলারুশের বিরোধী নেত্রী

বেলারুশে কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী নেত্রী মারিয়া কোলেসনিকোভা’কে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ’তে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) এক টুইটবার্তায় তার দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর এপির।

গেল সোমবার, শারীরিক জটিলতার কারণে অস্ত্রোপচার করানো হয় তাকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে।বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানানো হয়। তবে তার আকস্মিক অসুস্থতা এর আগে গেল বছর স্বচ্ছ নির্বাচনের দাবিতে বিক্ষোভে নামলে গ্রেফতার করা হয় বিরোধী এ নেত্রীকে। পরবর্তীতে তাকে ১১ বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।

১৯৯৪ সাল থেকে টানা বেলারুশের ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কো। বিরোধীদের দমন পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এটিএম/

Exit mobile version