Site icon Jamuna Television

তুরস্কে নতুন মন্ত্রিসভা ঘোষণা, প্রতিরক্ষা মন্ত্রী হলেন সেনা প্রধান

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন, রিসেপ তায়েপ এরদোগান।

১৬ সদস্যের এই মন্ত্রিপরিষদে ঠাঁই পেয়েছেন দেশটির সেনা প্রধান হুলুসি আকার। তাকে দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থমন্ত্রী এরদোগানের জামাতা বিরাত আল বাইরাক। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক সহকারি সচিব ফুয়াত উকতাই। তবে, আগের পদে বহাল আছেন পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। নতুন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পাবেন এরদোগান। পার্লামেন্ট, নির্বাহী এবং বিচার বিভাগ থাকবে তার অধীনে।

Exit mobile version