Site icon Jamuna Television

আলবেনিয়ার সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আপ্লুত ডুয়া লিপা

আলবেনিয়ার প্রেসিডেন্ট লির মেটার হাত থেকে সম্মান্সূচক নাগরিকত্ব সনদগ্রহণ করছেন ডুয়া লিপা।

আলবেনিয়ার কল্যাণে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির নাগরিকত্ব পেলেন ব্রিটিশ পপস্টার ডুয়া লিপা। ডুয়া লিপার বাবা-মা দুজনই আলবেনীয়। জানা গেছে, কনসার্টের মাধ্যমে পাওয়া বড় অংকের অর্থ ডুয়া লিপা তার ফাউন্ডেশনের মাধ্যমে আলবেনিয়ার কল্যাণে ব্যয় করায় তাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।

লিপাকে ‘আলবেনীয় অভিবাসীকন্যা’ হিসেবে বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট লির মেটা বলেছেন, লিপা এই দেশকে গর্বিত করেছে। এক টুইটে ডুয়া লিপাও একে ‘বিরাট সম্মান ও প্রাপ্তি’ হিসাবে বর্ণনা করেছেন। আগামী সোমবার আলবেনিয়ার রাজধানী তিরানায় একটি কনসার্টে গান করবেন ডুয়া লিপা।

প্রসঙ্গত, লিপা তার বাবার সঙ্গে ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন ‘সানি হিল ফাউন্ডেশন’। এ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর কনসার্ট থেকে পাওয়া অর্থ আলবেনিয়ার দরিদ্রদের সাহায্যে ব্যয় করে আসছেন লিপা।

/এসএইচ

Exit mobile version