Site icon Jamuna Television

ডিআরইউ সভাপতি হলেন নোমানী, সাধারণ সম্পাদক সোহেল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মুরসালিন নোমানী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।

সভাপতি পদে মুরসালিন নোমানী ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি দিপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দফতর সম্পাদক কাউসার আজম, নারী সম্পাদক মরিয়ম মনি, প্রচার সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক  মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

সদস্য নির্বাচিত হয়েছেন- মনির মিল্লাত, ইসমাইল হোসেন, মহসিন চৌধুরী, মোজাম্মেল হক তুহিন, কিরন শেখ ও আলী ইব্রাহিম। 

এবারের নির্বাচনে ১৪৫৭ জন ভোটার ভোট দিয়েছেন।

রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। 

/এনএএস

Exit mobile version