Site icon Jamuna Television

ফ্রান্সকে স্তব্ধ করে তিউনিসিয়ার গোল

ছবি: সংগৃহীত

জয় নয়তো বিদায়। এই সমীকরণকে সামনে রেখে শক্তিশালী ফ্রান্সে জালে গোল দিয়ে লিড নিয়েছে তিউনিসিয়া। ম্যাচের ৫৮ মিনিটে ওয়াহবি খাজরির দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে থাকা জালাল কাদেরির শিষ্যরা।

ফরাসি কোচ দিদিয়ের দেশম গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার প্রথম একাদশে রেখেছেন বেঞ্চের খেলোয়াড়দের। শেষ শোলো নিশ্চিত হওয়ায় এই ম্যাচকে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করার মঞ্চ হিসেবেই দেখেছেন ফরাসি কোচ। আর রাইন্ড অব সিক্সটিনের লড়াইয়ে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারানো ব্যতীত তিউনিসিয়ার সামনে নেই কোনো পথ।

ম্যাচেও দেখা গেছে তারই প্রতিফলনই। ফ্রান্সের রক্ষণ বেশ ক’বারই কাঁপিয়ে দিয়েছে তিউনিসিয়া। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন ওয়াহবি খাজরি। এরপর ভারানে, ভেরেতোত এবং কোম্যানের বিপক্ষে মাঠে নেমেছেন সালইবা, রাবিও এবং কিলইয়ান এমবাপ্পে।

/এম ই

Exit mobile version