Site icon Jamuna Television

বিশ্বকাপে সমানে সমান আর্জেন্টিনা-পোল্যান্ড

ছবি: সংগৃহীত

শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের ফলে অনেক সমীকরণের মুখোমুখি আর্জেন্টিনা।

বিশ্বকাপে এর আগে দু’বার পোল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ১৯৭৪ সালে বিশ্বকাপে পোল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছিল লাতিন আমেরিকার দলটি।

চার বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে সে হারের প্রতিশোধ নেয় আর্জেন্টিনা। পোল্যান্ডকে ২–০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। অর্থাৎ বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়ে ১টি করে ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।

আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে ১১ বার মুখোমুখি হয়েছে পোল্যান্ড–আর্জেন্টিনা। আর্জেন্টিনা জিতেছে ৬ বার। পোল্যান্ড জিতেছে ৩ বার। ড্র হয়েছে ২ বার।

/এনএএস

Exit mobile version