Site icon Jamuna Television

হাসপাতালে ভর্তি পেলে

ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি পেলে’কে। খবর রয়টার্স’র।

বুধবার (৩০ নভেম্বর) পেলের মেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেছেন, বাবা ক্যান্সার আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, পেলেকে ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেলের ছবি দিয়ে তার মেয়ে লিখেছেন, বাবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না। তিনি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ৮২ বছর বয়সী এই কিংবদন্তির ২০২১ সালের সেপ্টেম্বরে ক্লোন টিউমার অপারেশন করা হয়। তারপর থেকে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান।

ইএসপিএন ব্রাজিল এক প্রতিবেদনে বলেছে, পেলের হৃদযন্ত্রের সমস্যা ছিল এবং কেমোথেরাপিতে কাঙ্ক্ষিত ফলাফল আসছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

/এনএএস

Exit mobile version