Site icon Jamuna Television

চার পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্ব মঞ্চে এর আগে দুইবার দেখা হয়েছে আর্জেন্টিনা ও পোল্যান্ডের। একটি করে জয় পেয়েছে দুই দল। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর টিকেট পাওয়ার জন্য বাঁচা মড়ার লড়াইয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। পোল্যান্ডের বিপক্ষে একাদশে ৪ জন পরিবর্তন করেছে আলবিসেলেস্তে কোচ স্কালোনি।

দোহার স্টেডিয়াম 974-এ মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত একটায়। মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে তারা হারায় ২-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যাবে পোল্যান্ডের। ড্র হলে সম্ভাবনা রয়েছে লিওনেল মেসিদেরও, তবে নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর। বিশ্বকাপে এনিয়ে তৃতীয়বার পরস্পরের বিপক্ষে লড়তে যাচ্ছে আর্জেন্টিনা-পোল্যান্ড। আগের দুই দেখায় একটি করে জয় দুই দলের।

আর্জেন্টিনা একাদশ:

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), আকুনা, ওটামেন্ডি, রোমেরো, মলিনা, এনজো ফার্নান্দেস, অ্যালিস্টার, ডি পল, আলভারেজ, ডি মারিয়া, লিওনেল মেসি।

পোল্যান্ড একাদশ:

সেজনি (গোলরক্ষক), ক্যাশ, গ্লিক, কিওইয়ার, বেরেসজিনস্কি, ফ্রাঙ্কোয়েস্কি, ক্রাইশোয়াইক, বিয়েলিক, জিয়েলিনস্কি, লেভানোদভস্কি, সুইডেরস্কি।

/আরআইএম

Exit mobile version