Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাবি ছাত্রলীগের সম্মেলন হবে ব্যয় সংকোচনমূলক’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনটি ব্যয় সংকোচনমূলক হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধুর ক‍্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান তিনি। বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেয়া হবে। এছাড়া এই সম্মেলনে দুর্ভিক্ষ মোকাবেলায় প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন নির্দেশনা দেশের কোনায় কোনায় পৌঁছে দেয়া হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে জানান সনজিত চন্দ্র দাস।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ২০১৮ সালের সম্মেলনে দায়িত্ব পাওয়ার পর থেকে ছাত্রলীগের গঠনতন্ত্রের অনুসরণে তাদের কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে।

/এমএন

Exit mobile version