Site icon Jamuna Television

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে অনিয়ম: প্রায় দেড়শ’ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের দায়ে চাকরি থেকে ১ জনকে বরখাস্ত এবং এডিসিসহ প্রায় দেড়শ’ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে দুই দফা তদন্ত প্রতিবেদনের আলোকে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এ সময় সিইসি বলেন, নির্বাচনের অনিয়মে কোনো প্রার্থী জড়িত থাকার প্রমাণ পায়নি কমিশন। আগামী এক মাসের মধ্যে কমিশনের দেয়া আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পালন করতে বলা হয়েছে।

সিইসি আরও বলেন, অনিয়মে জড়িত রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দায়ী এজেন্টদের পরবর্তীতে এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে না বলে জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version