Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে একদিনে ২০ টর্নেডোর আঘাত; নিহত ২, আহত অর্ধশতাধিক

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে একইদিনে ২০টি টর্নেডো আঘাত হেনেছে। এতে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়েছে, বুধবার (৩০ নভেম্বর) মিসিসিপি, লুইসিয়ানা এবং আলাবামায় কমপক্ষে ২০টি টর্নেডো আঘাত হেনেছে। এতে তিন রাজ্যের বিভিন্ন এলাকার সড়ক ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অধিকাংশ এলাকা। টর্নেডোর আঘাতে প্রচুর গাছপালা ভেঙে রাস্তায় পড়েছে। এতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কঠিন হয়ে উঠেছে উদ্ধারকাজ। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে একের পর এক শক্তিশালী টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় তিন অঙ্গরাজ্যে। গত বছর টর্নেডোর আঘাতে প্রাণ হারায় দেশটির অন্তত ৭৯ জন মানুষ।

এএআর/

Exit mobile version