Site icon Jamuna Television

উদ্দেশ্যমূলকভাবে ঢাকার রাজপথে সমাবেশ করতে চাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপি সারাদেশে ময়দানে জনসভা করলেও উদ্দেশ্যমূলকভাবে ঢাকার রাজপথে সমাবেশ করতে চাচ্ছে। এমন মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু করেছিল পাকিস্তানিরা। আর এই দিনটিকেই সমাবেশের দিন হিসেবে বেছে নিয়েছে বিএনপি। গণসমাবেশে বিএনপি ৫০ হাজারের বেশি লোক জমায়েত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version