Site icon Jamuna Television

বাদ পড়তে পারে স্পেন! যদি…

ছবি: সংগৃহীত

শেষ রাউন্ডের আগে গ্রুপের শীর্ষ দল। গোল ব্যবধানেও অন্যদের থেকে অনেক এগিয়ে। তারপরও কি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কোনো সম্ভাবনা আছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার?

গ্রুপের চার দলেরই সেখানে নক আউট পর্বে খেলার সুযোগ রয়েছে, সেখানে স্পেনের বিদায় নেবারও কিছুটা সুযোগ থাকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে লা রোহা’রা। প্রথম ম্যাচে ৭ গোলে জয় পাওয়া স্প্যানিশদের ২য় ম্যাচে রুখে দেয় জার্মানি। তবে শেষ ম্যাচে ড্র হলেই রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেবে এনরিকের দল।

তাহলে বাদ পড়ার সমীকরণ কী? বাদ পড়তে হলে কেবল স্পেনকে হারলেই হবে না। হারতে হবে গ্রুপের আরেক জায়ান্ট জার্মানিকেও। শুধুমাত্র এই এক সমীকরণেই বাদ পড়ার শঙ্কা রয়েছে স্প্যানিশদের সামনে। আর জয় পেলে অথবা গ্রুপের দু’টি ম্যাচই ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউট পর্বে উঠবে বুসকাটস-তোরেসরা।

/এনএএস

Exit mobile version