Site icon Jamuna Television

রূপগঞ্জে ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় একটি পয়েন্টে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তারা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় চলে এই অভিযান। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগ জানায়, গত কয়েক বছরে রূপগঞ্জে অর্ধলক্ষের অধিক অবৈধ সংযোগ চুরি করে নেয়া হয়েছে। প্রভাবশালীরা এই লুটপাটের সাথে জড়িত। চলতি বছরের শুরু থেকে সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় উচ্চ চাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া ১২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে এখন পর্যন্ত রূপগঞ্জের ২৪টি পয়েন্টে প্রায় ৩৯ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন তারা।

ইউএইচ/

Exit mobile version