Site icon Jamuna Television

প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে কানাডা ও মরক্কো; দেখে নিন স্কোয়াড

দোহার আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মাঠে নামছে কানাডা ও মরক্কো। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায়।

আগের ম্যাচেই ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম গোল দেখেছে কানাডা। আর মরক্কোর বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পেতেই মাঠে নামবে তারা। যদিও প্রথম দুই ম্যাচ হেরে কোনঠাসা হয়ে আছে দলটি। নিজেদের শেষ ম্যাচে এবার মুখোমুখি হবে মরক্কোর সাথে।

অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচেই ২-০ গোলে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট বেলজিয়ামকে হারিয়েছে মরক্কো। আর কানাডার সাথে জিতলেই পরের পর্বের টিকিট পেয়ে যাবে মরোক্কানরা। বিশ্বকাপে আজই প্রথমবারের মতো মুখোমুখি হবে কানাডা ও মরক্কো।

কানাডা স্কোয়াড: মিলান বোরিয়ান, রিচি লারিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, এলাস্টেয়ার জনস্টন, আলফোনসো ডেভিস, স্টিফেন ইয়ুস্টাকিও, আতিবা হাচিনসন, জোনাথন ডেভিড, টাজন বুকানন, জুনিয়র হয়লেট।

মরক্কো একাদশ: বোনো আশরাফ হাকিমি, নায়েফ আগুয়ার্ড, রোমান সাস, নুসায়ের মাজরাউই, সেলিম আমাল্লাহ, সোফিয়েন আমরাবাত, আজেদিন ওউনাহি, হাকিম জিয়েচ, সোফিয়েন বাউফাল, ইউসেফ এন নেসাইরি।

/এসএইচ

Exit mobile version