Site icon Jamuna Television

ক্রোয়েশিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে বেলজিয়ামের সোনালি প্রজন্ম; দেখুন একাদশ

ছবি: সংগৃহীত

‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ফিফা র‍্যাংকিং’য়ের দুই নম্বরে থাকা বেলজিয়াম ও দ্বাদশ দল ক্রোয়েশিয়া। হারলেই বাদ এমন সমীকরণে মাঠে নামছে বেলজিয়াম অন্যদিকে ড্র করলেই শেষ ষোলেয় নিশ্চিত করবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তাই, হ্যাজার্ড-ডি ব্রুইনা-লুকাকুর সোনালি প্রজন্মের বেলজিয়াম জয় ছাড়া কিছুই ভাবছে না।

কাতারেরে আহমেদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। বেলজিয়ামের জয় ছাড়া বিকল্প কোন পথ নেই। ড্র হলেও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও তার রয়েছে কঠিন সমীকরণ। শেষ ষোলোয় জায়গা করে নিতে বেলজিয়ামের বিপক্ষে ড্র-ই যথেষ্ট ক্রোয়েশিয়ার জন্য।

তাদের লড়াইটি ড্র হলে বেলজিয়ামকে নির্ভর করতে হবে গ্রুপের অন্য ম্যাচের ওপর। যেখানে মরক্কোকে কানাডা ৩ গোলে হারালে বেলজিয়ানদের নকআউট পর্বে খেলার সম্ভাবনা তৈরি হবে। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে গেলে ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হয়ে পরের রাউন্ডে যাবে যদি মরক্কো কানাডার বিপক্ষে হেরে যায়। কাগজে-কলমের স্ব হিসাব নিকাশ দূরে রেখে বেলজিয়ামের সোনালি প্রজন্মরা কি পাড়বে রাউন্ড অব সিক্সটিনে যেতে! নাকি এখানেই শেষ তাদের সোনালি প্রজন্মের অধ্যায়!

বেলজিয়াম একাদশ:

থিবো কর্তোয়া (গোলরক্ষক), ইয়ান ভার্টোঙ্গেন, টোবি অল্ডারওয়াইরেল্ড, থমাস মুনিয়ের, ডেনডংকার, এক্সেল উইটসেল, থর্গেন হ্যাজার্ড, টিমোথি কাস্টেইন, ক্যারাস্কো, কেভিন ডি ব্রুইনা, মার্টেইনস।

ক্রোয়েশিয়া একাদশ:

লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানোভিচ, সসা, দেজান লভরেন, জিভারদিওল, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাচিচ, ক্রামারিচ, ইভান পেরিসিচ, মার্কো লিভাজা।

/আরআইএম

Exit mobile version