Site icon Jamuna Television

স্পেনের মুখোমুখি জাপান; দেখে নিন শুরুর একাদশ

ছবি: সংগৃহীত

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়ান পরাশক্তি জাপানের বিপক্ষে মাঠে নামবে হট ফেভারিট স্পেন। জাপানের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করবে লুইস এনরিকের শীষ্যরা। অন্যদিকে বাঁচা-মরার লড়াইয়ে স্প্যানিশদের বিপক্ষে লড়বে জাপান।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচটি শুরু হবে রাত ১টায়। স্পেন জাপানের বিপক্ষে হারলেও সুযোগ রয়েছে তাদের নকআউট পর্বে খেলার। কারণ গোল ব্যবধানে সবার উপরে রয়েছে স্প্যানিশরা। অন্যদিকে গ্রুপ টেবিলে এখন দুই নম্বরে জাপান। জিতলেই পরের রাউন্ডে জায়গা করে নেবে তারা। স্পেনের সঙ্গে ড্র করলেও থাকবে সুযোগ, তবে তা নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচের ফল ও বেশ কিছু সমীকরণের ওপর।

জাপান ও স্পেন এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে, দুই দশক আগে। ওই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্প্যানিশরা।

স্পেন একাদশ:

সিমন (গোলরক্ষক), বালদে, রড্রি, পাও তোরেস, অ্যাজপিলিকুয়েতা, গাভি, পেড্রি, বুস্কেটস, উইলিয়ামস, আলভারো মোরাতা, ড্যানি অলমো।

জাপান একাদশ:

গোন্দা (গোলরক্ষক), ইতাকুরা, ইয়োশিদা, তানিগুছি, নাগাতমো, তানাকা, মরিতা, ইতো, কামাদা, মেয়েদা।

/আরআইএম

Exit mobile version