Site icon Jamuna Television

ন্যাব্রির গোলে প্রথমার্ধে এগিয়ে জার্মানি

ছবি: সংগৃহীত

বাঁচা-মরার লড়াইয়ে কোস্টারিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে জার্মানি। সার্জিও ন্যাব্রির দুর্দান্ত হেডে রাউন্ড অব সিক্সটিনের আশা জিইয়ে রেখেছে জার্মানরা।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। একের পর এক আক্রমণ রুখতে গিয়ে যখন খাবি খাচ্ছিল কোস্টারিকার রক্ষণভাগ তখন ম্যাচের দশম মিনিটে ডেভিড রমের তুলে দেয়া বলে হেড করে লক্ষ্যভদ করেন ন্যাব্রি।

ম্যাচের ১৪-তম মিনিটে একক নৈপূণ্যে আবারও জার্মানদের ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়। তবে গোলপোস্ট ঘেঁষে বল বেরিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয় দারুণ এই আক্রমণটি। প্রায় পুরোটা সময় কোস্টারিকার ডি বক্সের আশেপাশে ঘুরতে থাকে বল। ৩৯-তম মিনিটে পোস্টে শট নেন ন্যাব্রি তবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস অসাধারণ দক্ষতায় সেটি প্রতিহত করেন।

ম্যাচের ৪২-তম জার্মান ডিফেন্সের ভুলে দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন কোস্টারিকার ক্যাম্বেল। তার পোস্টে পাঠানো বল ফিস্ট করে গোলবারের ওপরে তুলে দেন ন্যুয়ার। ফলে ১-০ ব্যবধান ধরে রেখেই বিরতিতে গেছে জার্মানরা। এখনো টিকে আছে তাদের ‘রাউন্ড সিক্সটিন’র স্বপ্ন।

Exit mobile version